প্রকাশিত: ০৮/০২/২০১৭ ৮:৩৮ এএম , আপডেট: ০৮/০২/২০১৭ ৮:৩৯ এএম
রফিক মাহমুদ, উখিয়া::

উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজার তোফাইল-ফাতেমা শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী মালিক সমিতির উদ্যোগে সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্টত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার কোটবাজার মধ্য স্টেশনের পেট্টোল পাম্প সংলগ্ন তোফাইল-ফাতেমা শপিং কমপ্লেক্স চত্বরে মার্কেটের মালিক অালহাজ্ব তোফাইল অাহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মহফিলে প্রধান মেহেমান হিসাবে উপস্থিত থেকে পবিত্র কোরঅান ও হাদীসের অালোকে মানবজাতীর কল্যাণের জন্য দোয়া করেন মসজিদে বায়তুশ শরফ কমপ্লেক্স চকরিয়া এর খতিব হযরত মাওলানা হাফেজ বশির অাহমদ। এই সময় তিনি কোরঅান ও হাদিসের অালোকে বিষদ অালোচনা করেন। প্রধান অতিথির অালোচনার পূর্বে প্রধান অালোচক হিসাবে কোরঅান ও হাদিসের অালোকে অালোচনা করেন, রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার সিনিয়র অারবি প্রভাষক মাওলানা অাবুল ফজল। বিশেষ অালোচক ছিলেন, কোটবাজার কেন্দ্রয়ী জামে মসজিদের খতিব মাওলানা ডাঃ দেলোয়ার হোসাইন ও মাওলানা বেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান অাব্বস উদ্দিন, হাফেজ মনির, মাওলানা বদিউল অালম সহ ব্যাবসায়ী, শিক্ষক ওলামায়েকেরাম ও ধর্ম প্রাণ মোসল্লিরা।

পাঠকের মতামত

আজ ১২ ঘন্টার সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ...

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...