প্রকাশিত: ১৩/০১/২০১৮ ৯:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কোটবাজার ষ্টেশন সংলগ্ন বড়ুয়া পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,অতিরিক্ত পুলিশ সুপার ও রত্না পালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন এবং সরকারি ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষনিক সরকারি ভাবে নগদ অর্থ , শীত বস্ত্র ও শাড়ি লুঙ্গি বিতরন করা হয়।

জানা যায়, উপজেলার রতœা পালং ইউনিয়নের কোটবাজারস্থ বড়ুয়া পাড়া গ্রামে শনিবার ভোর সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে আশুতোষ বড়–য়া পরিতোষ বড়–য়া রুপম বড়ুয়া ও সুমন বড়–য়া বসত বাড়ি সম্পূর্নভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান উক্ত অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার ভোর সকাল অর্থাৎ ফজর নামাজের আজানের পর পর পাশ্ববর্তী হোটেল আল-হেরার বার্বুচিরা আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। মেম্বার আবদুল গফুর ও মেম্বার মোক্তার আহমদ জানান ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা তাৎক্ষনিক এসে আগুন নিয়ন্ত্রন আনায় পাশ্ববর্তী কোট বাজার ষ্টেশনও অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।

এদিকে সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন, অতিরিক্ত পুলিশ সুপার চাউলা র্মামা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ ও রতœা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীসহ পুলিশ ও স্থানীয় মেম্বারগন ঘটনাস্থল পরিদর্শন করেন।

চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানান সংসদ সদস্য আবদুর রহমান বদির নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের ৬ হাজার টাকা করে নগদ ২৪ হাজার টাকা, ৮ বান্ডিল ঢেউটিন, ১৯টি কম্বল,৮টি শাড়ি ও ৮টি লুঙ্গি এবং সোয়েটার বিতরন করা হয়।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...