প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ৯:৩৩ পিএম , আপডেট: ১৬/০৪/২০১৭ ৯:৩৪ পিএম

আমিনুল কবির,কক্সবাজার :
আমি বাঁচতে চাই দয়া করে আমাকে বাঁচান, অনেক দিন যাবত মরন ব্যাধি কিডনি রোগে আক্রান্ত পারবিন আক্তার (৩২) তার দুইটি কিডনিই অচল। একবার ডায়ালাইসিস করতে পাচঁ হাজার টাকা খরচ হয়। তার সহায় সম্বল বলতে কিছুই নাই। যা কিছু ছিল সব কিছু বিক্রি করে নি:স্ব অবস্থায় আছে। বাপের বাড়ী,আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশী সবার সহযোগিতায় এতদিন চিকিৎসা চলছে। দীর্ঘ দিন মরন ব্যাধি কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃর্ত্যুর  প্রহর গুনছে ।

দীর্ঘ দিন যাবৎ তিনি চট্টগ্রাম ন্যশনাল হাসপাতালে ভর্তি অবস্থায় ডা.এ.এম.এম এহতেশামুল হক এর অধীনে চিকিৎসাকরে যাচ্ছেন। প্রতিদিন দুই থেকে তিনবার হিমো ডায়ালাইসিস করতে লাগে ।
যার ব্যয় হয় প্রতিদিন ১০,০০০ থেকে  ১৫,০০০ হাজার  টাকা ঔষধ ও চিকিৎসা সহ মাসে প্রায় ৮০,০০০/- টাকা।
তার ফ্যামিলির পক্ষে সম্ভব না এত টাকা বহন করা ! পারবিনের দুটি কিডনিই নষ্ট ডাঃ বলেছেন এই মূহুর্তে একটি কিডনি রিপ্লেসমেন্ট করতে না পারলে রোগীকে বাচানো সম্ভব হবে না। এই মুহূর্তে  কিডনী রিপ্লেসমেন্ট এর জন্য প্রচুর পরিমাণ আর্থিক সাহায্য প্রয়োজন। যার পরিমান প্রায় ২০ লক্ষ টাকা । সব শ্রেণীর মানুষের নিকট তিনি আর্থিক সাহায্যের মাধ্যমে বাঁচার জন্য আকুল আবেদন জানিয়েছেন। তাই সমাজের  হ্রদয়বান বিত্তশালী ব্যক্তি প্রবাসী ভাই ও বোনেরা.. যদি  মানবিক  সাহায্য করেন তাহলে হয়তো
আপনার  সাহায্যের উছিলায় পারবিন বেঁচে থাকতে পারবে সবার মাঝে।
তার ছোট ভাই সাইফুল বলেন, আমার বোনের এত টাকা যোগার করা আমার ফ্যামিলির পক্ষে সম্ভব হচ্ছে না  তাই আমি কক্সবাজারবাসী ও দেশবাসীর প্রতি  আমার আকুল আবেদন যতটুকু পারেন সবাই আমার বোনের জন্য সাহায্যে করুন।

আসুন আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়াই।

সাহায্যের ঠিকানা :
পারবিন আক্তার
এবি ব্যাংক চকরিয়া ব্রাঞ্চ,কক্সবাজার।
একাউন্ট নং- ৪১৩৩-৬২৪৮৬০-৩০০।
বিকাশ নাম্বার : ০১৮১৫-০৫৪৩৯৩ (পার্সোনাল)
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, সাইফুল ছোট ভাই ০১৮১২-৭২৩০৪৫, ০১৯১৩-৪৭৮৯৪৩

নাম ও ঠিকানা-
পারবিন আক্তার
বয়স ৩২ বছর
স্বামী,কামাল হোসেন
পিতা-নজির আহাম্মদ,
মাতা-শামসুর নাহার।
ঠিকানা : মধ্যম গজ্নতলী,৪ নং ওর্য়াড,খুটাখালী,চকরিয়া,কক্সবাজার।

পাঠকের মতামত

বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারছয় মাসে দুই শতাধিক অভিযান রোহিঙ্গা ক্যাম্পে, গ্রেপ্তার ১০৮

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় গত ছয় মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ৮ ...

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...