আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮/০৮/২০২২ ৯:৪২ এএম

কাবুলে একটি মসজিদে বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাতে এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দুই ডজনেরও বেশি। হতাহতের প্রকৃত সংখ্যা জানা না গেলেও লাশের সারি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন।

তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের উত্তর-পশ্চিমের একটি মসজিদে এ বিস্ফোরণ হয়েছে।

কাবুলে হাসপাতাল পরিচালনা করছে ইতালিভিত্তিক একটি এনজিও জানিয়েছে, তারা অন্তত সেখান থেকে ২৭ জন আহতকে পেয়েছেন, যাদের মধ্যে অন্তত তিন জন মারা গেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানালা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে এক তালেবান নেতা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজের সময় এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি।

খবর বিবিসি, আলজাজিরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...