
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় দ্বিতীয় ইউএনও হিসাবে যোগদানকৃত বিজেন ব্যানার্জী কে বর্তমান কর্মস্থল হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
নিয়োগের ৫ মাস ২০ দিনের মধ্যে নবসৃষ্ট কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অবমুক্ত করে জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলি করা হয়।
২৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখা হতে সিনিয়র সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০২.১৭-৫৫৮ নং স্মারকের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
আদেশ সুত্রে জানা যায়, উল্লেখিত কর্মকর্তা আগামী ২৬শে ডিসেম্বর এর মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত থাকবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রনালয়ে বলবৎ থাকবেন।
বিজেন ব্যানার্জী কর্ণফুলী উপজেলায় নিয়োগের আগে সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯ তম ব্যাচের কর্মকর্তা বিজেন ব্যানার্জী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সন্তান ৬নং সাগরনাল ইউ,পি’র বড়ইতলী গ্রামের কৃতি-সন্তান।
এদিকে অব্যাহতি বিষয়ে আমাদের প্রতিবেদক জাহেদ যোগাযোগ করলে কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী অব্যাহতির সত্যতা স্বীকার করে জানান, গত ২৪ তারিখে তিনি এ আদেশ পেয়েছেন। তবে কেন কি কারনে হঠাৎ এ আদেশ দেওয়া হলো সে বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।
যদিও উপজেলার অনেকে মন্তব্য করতে শোনা যায়, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম কতৃক প্রশাসনের বিজয় দিবস অনুষ্ঠানে ভাংচুর করা ঘটনায় ব্যবস্থা গ্রহণে দেরি হওয়ায় এ আদেশ করা হয়।
পাঠকের মতামত