
সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
করোনা রোগী সন্দেহ করে লুকিয়ে থাকা উখিয়া থেকে একজনকে উদ্ধার করে স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছে।
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়া থেকে ৮ মার্চ বুধবার রাতে লুকিয়ে থাকাবস্থা থেকে করোনা ভাইরাস উপসর্গ থাকা উক্ত রোগীকে উদ্ধার করা হয়েছে।
উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন, পুলিশ সহ গিয়ে তাকে জনৈক পেঠান আলীর বাড়ি থেকে উদ্ধার করেন। পেঠান আলীর বাড়িটি তাৎক্ষণিক লকডাউন করে দেওয়া হয়েছে।
উদ্ধার করা রোগী হলো কক্সবাজার শহরের পাহাড়তলীর সাত্তার ঘোনার মৃত অছিয়র রহমানের পুত্র আবদুশ শুক্কুর (৬৫)। তার বাড়ি আগে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়ায় ছিলো। সে গত ২ দিন আগে উখিয়ায় গিয়ে লুকিয়ে থাকে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এর আগে রাত ৮ টার দিকে বিষয়টি নিয়ে ফেসবুকে পোষ্ট দেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।
নিন্মে তার দেওয়া ফেইসবুক পোস্টটি তুলে ধরা হলো ঃ
এইমাত্র খবর পেলাম করোনার লক্ষণ নিয়ে কক্সবাজার এর পাহাড়তলী সত্তরঘোনায় স্হায়ী বসবাসকারী আবদু শুক্রর( বয়স ৬২ বছর ) নামে এক লোক পাইন্নাশিয়া চরপাড়া পেঠানের বাড়ীতে অবস্থান করতেছে,এ ব্যাপারে জরুরি ভিত্তিতে করোনার পরীক্ষা পুর্বক প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহণের জন্য প্রশাসন কে জানানো হয়েছে। আল্লাহ আমাদের সকল কে হেফাজত করুক।
পাঠকের মতামত