প্রকাশিত: ২৭/০৬/২০২০ ১১:২৪ এএম

করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক সংকট লাঘবে মিয়ানমারকে ৩৫৬.৫ মিলিয়ন তথা ৩৫ কোটি ৬৫ লাখ জরুরি সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মূদ্রা তহবিল- আইএমএফ।

সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানানো হয় বলে জানিয়েছে বার্তা এএফপি।

বিবৃতিতে আইএমএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মিতসুহিরো ফুরুসাওয়া বলেন, “কভিড-১৯ মহামারির কারণে পর্যটন, রেমিটেন্স ও সাপ্লাই চেইনে ভাটা পড়ায় মিয়ানমারের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ”

আইএমএফ’র দাবি, এই সহায়তা কভিড-১৯ এর কারণে মিয়ানমারের জরুরী অর্থ প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

কোনো ধরনের দীর্ঘসূত্রীতা ছাড়া দ্রুতই এই জরুরী সহায়তার অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। আইএমএফ’র দুটি প্রোগ্রাম থেকে আসবে এই অর্থ।

প্রায় ১১ কোটি ৮৮ লাখ ডলার দেওয়া হবে আইএমএফ’র রেপিড ক্রেডিট ফ্যাসিলিটি ফান্ড থেকে। বাকি ২৩ কোটি ৭৭ লাখ ডলার দেওয়া হবে সংস্থাটির রেপিড ফিন্যান্সিং ইনস্ট্রুমেন্ট ফান্ড থেকে।

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক সংকটে পড়া এই নিয়ে ৭২টি দেশকে জরুরি অর্থ সহায়তা দেওয়ার সুপারিশ অনুমোদন করল আইএমএফ’র নির্বাহী পরিষদ।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্থ সহায়তা দিয়ে মিয়ানমার সরকার তাদের স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে পারবে, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ ও অর্থ সহায়তার পরিধি আরও বিস্তৃত করতে পারবে। ব্যবসা বাণিজ্য উন্নয়ন ও কৃষকদের সহায়তায়ও এই অর্থ কাজে দেবে।

করোনাভাইরাস সংকট মোকাবিলায় বাংলাদেশকেও অর্থসহায়তা দেওয়ার দিচ্ছে আইএমএফ। গত মাসের শেষ দিকে চলমান সংকটে বাংলাদেশকে রাজস্ব চাহিদা মেটাতে ৭৩ কোটি ২০ লাখ ডলার জরুরি সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি।

পাঠকের মতামত

আরসা হামলায় বাংলাদেশের সম্পৃক্ততার ইঙ্গিত আরাকান আর্মিপ্রধানের

বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মির ঘাঁটিতে ‘রোহিঙ্গা বিদ্রোহী’রা হামলা করছে বলে অভিযোগ করেছেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ...

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...