প্রকাশিত: ০৫/১০/২০২০ ৭:১১ এএম


অনলাইন ডেস্ক: ব্লকবাস্টার সিনেমা বাহুবলীর অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনায় আক্রান্ত। করোনা আক্রান্ত এ বলিউড ও তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রীকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমসমূহ তামান্না ভাটিয়ার করোনা শনাক্ত ও হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি একটি ওয়েবসিরিজের শুটিংয়ের জন্য হায়দরাবাদে গেছেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

তামান্নার হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে, অভিনেত্রীর ভক্তরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে।

এর আগে গত আগস্টে তামান্নার বাবা ও মা একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তখন বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানান। তখন তামান্নাসহ তার পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এবার শুটিং করতে গিয়ে আক্রান্ত হয়েছেন লাস্যময়ী এই নায়িকা।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...