প্রকাশিত: ২৭/১১/২০২১ ১:১৭ পিএম

বিশ্বস্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা জাত কোভিড ভাইরাসের নতুন নামকরণ করল ওমিক্রন। এই ওমিক্রন ভারতে ঢুকে পড়েছে বলে বিশেষজ্ঞদের অনুমান। ইতিমধ্যেই ইউরোপের ১০টি দেশ এবং আমেরিকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ট্রাভেল ব্যান জারি করেছে। অর্থাৎ সে দেশে কোনও যাত্রী যেতে পারবে না, দক্ষিণ আফ্রিকা থেকে কোনও যাত্রী আসতে পারবে না।

এর আগে এই জাতীয় ট্রাভেল ব্যান জারি করতে দেশগুলি এক-দুমাস সময় নিয়েছিল। এবার তড়িঘড়ি ট্রাভেল ব্যান এর সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে ভারতে সবরকমের আন্তর্জাতিক উড়ান শুরু হওয়ার কথা ১৫ ডিসেম্বর। তা নিয়েও সংশয় শুরু হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...