প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ৯:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
জাতীয় শোক দিবস ও সনাতনধর্মালম্বীদের শুভ জস্মাষ্টমী-র ছুটিতে কক্সবাজারে লক্ষাধিক পর্যটকদের আগমন ঘটেছে। এ লক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় কক্সবাজার সমুদ্র সৈকতে আগত পর্যটকদের হয়রানী রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

সোমবার দুপুরে সুগন্ধা বীচ পয়েন্টে ছদ্মবেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম(জয়) ও জুয়েল আহমেদ।

এ সময় সম্মানিত পর্যটকদের সাথে খারাপ ব্যবহার ও হয়রানি করার কারণে চারটি জেট স্কী জব্দ করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সৈকতে মোটর সাইকেল চালানোর দায়ে চালককে জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়। এসময় বীচকর্মীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে খুব শীঘ্রই সমুদ্র সৈকতে জেট স্কী,বীচ বাইক, কিটকট, ছাতা মার্কেটসহ সংশ্লিস্ট সকল ব্যবসায়ী ও কর্মচারীদেরকে সম্মানিত পর্যটকদের সাথে সদ্ব্যবহার করাসহ এ সংক্রান্ত বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে বলে জানান ম্যাজিষ্ট্রেটবৃন্দ।

পাঠকের মতামত

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...