প্রকাশিত: ০৮/০৭/২০২০ ৭:৩৬ এএম

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবারবার (৭ জুলাই) নতুন করে ৬৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এদিন সন্দেহভাজন ৪৩১ নমুনা পরীক্ষায় ৬৮টি নমুনা পজিটিভ হয়। এদের মধ্যে ২ জনের ফলোআপ আছেন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদরেই সবচেয়ে বেশি। এই উপজেলায় একদিনেই ৩৩ জন পজিটিভ হয়েছেন। এছাড়াও রামুতে ২ জন, টেকনাফে ১ জন, চকরিয়ায় ২ জন, পেকুয়ায় ৪ জন, মহেশখালীতে ৩ জন ও বান্দরবান জেলায় ২১ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা.অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তাঁর দেয়া তথ্যমতে কমেকের ল্যাবে ৩৬৩ জনের নমুনা নেগেটিভ এসেছে।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...