স্টাফ রিপোর্টার :
জেলা সদর মডেল থানার ব্লক রেইড অভিযান ফের শুরু করেছে। রোববার বিকেল থেকে এ অভিযান শুরু হয়। রোববার শহরের বিভিন্ন এলাকায় ব্লক রেইড দেয়া হয়েছে। শহরের বিজিবি ক্যাম্প, রুমালিয়ারছড়াসহ আশপাশ এলাকায় এই অভিযান চালানো হয়। সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সদর মডেল থানার অপারেশন কর্মকর্তা এসআই আবদুর রহিম ও এএসআই আল আমিনের নেতৃত্বে ৫০জন পুলিশের একটি টিম এই অভিযানে অংশ নেয় বলে জানা গেছে।
অভিযানে ৫ বছরের সাজাপাপ্ত আসামিসহ গ্রেফতার করেছে ৪৫ জন।৫টি ছুরি উদ্ধার রয়েছে।
এএসআই আল আমিন বলেন, এলাকার সকল নাগরিকের নিরাপত্তাজনিত কারণে এবং সন্দেহভাজনদের উপস্থিতি আছে কিনা তা যাচাই করণে এই অভিযান চালানো হয়েছে। শহরের ছিনতাইকারী নির্মূলে এই ব্লক রেইড পরিচালনা করা হয়। পরবর্তিতে ভারাটিয়ার তথ্য যাচাই করা হবে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।