ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৫/২০২৪ ৬:৩৩ পিএম

কক্সবাজারে বেড়ানোর নাম করে ইয়াবার চালান আনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন চার পরিবহন শ্রমিক। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে ২০ লাখ মূল্যের ৫ হাজার ৪৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আজ মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই অভিযানে এনা ট্রান্সপোর্টের একটি নন এসি যাত্রীবাহী বাস আটকে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবেশে কক্সবাজার থেকে আসা চারজনকে ৫ হাজার ৪৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় ইয়াবা পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে ঢাকার বিভিন্ন প্রবেশপথে এবং বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত আছে। এর ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শওকত আলী শিকদার (৫৪), আল-আমিন কাজী (৩৫), হাচান চৌধুরী ওরফে কামরুজ্জামান হাসান (৩৬) ও শ্যামল দত্ত (৪৫)। চারজনের বাড়িই গোপালগঞ্জে, পেশায় সবাই পরিবহন শ্রমিক।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের এ কর্মকর্তা বলেন, শওকত আলী গাড়িচালক হিসেবে ঢাকা-কক্সবাজার রুটে কাজ করার সময় কক্সবাজারের টেকনাফের ইয়াবা কারবারি ইউনুছের সঙ্গে পরিচয় হয়। শওকত আলীর সহযোগী হিসেবে গোপালগঞ্জের আল আমিন কাজী, হাচান চৌধুরী ও শ্যামল দত্ত কাজ করত। শওকত আলী ইয়াবা কারবারি ইউনুছের থেকে ইয়াবা ক্রয় করে গোপালগঞ্জ শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলমান আছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...