
শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়ায় ঢালায় সিএনজি ও বাসের সংঘর্ষে এক মহিলা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরো চারজন সিএনজির যাত্রী গুরত্বর আহত হয়েছে বলে মুজিব জানিয়েছেন। সোমবার সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মহিলা উখিয়ার উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের সৌদি প্রবাসী হাকিম আলীর স্ত্রী মমতাজ বেগম (৩৫)। পালংখালীর ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী নিহতের পরিচয় নিশ্চত করেছেন। এ রিপোর্ট লেখা কালীন পর্যন্ত গুরত্বর আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানাযায়, উখিয়ার কোটবাজার থেকে একটি সিএনজি গাড়ী যোগে ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর পিতা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক কামাল উদ্দীনসহ পাঁচ যাত্রী কক্সবাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে পানেরছড়ায় ঢালায় টেকনাফমুখী নাফ স্পেশালের একটি বাসের সাথে ওই সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ওই মহিলা। আহত হন সিএনজির ড্রাইভার ও চার যাত্রী।
ঘটনার সত্যতা স্বীকার করে তুলাতুলী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল কালাম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে। উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, বাবার দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান থেকে রওনা হয়েছি। আহতদেরকে কক্সবজার এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে।
পাঠকের মতামত