প্রকাশিত: ২৪/০২/২০১৮ ৮:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১২ এএম

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ::
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ শনিবার। সমিতির নিজস্ব ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। একদিকে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী পরিষদ এবং অন্যদিকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমমনা বিজ্ঞ আইনজীবীদের মনোনীত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম শাহজাহান জানান, মোট ভোটারের সংখ্যা ৬৩২ জন।

নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ইকবালুর রশিদ আমিন (সোহেল) প্রার্থী হয়েছেন। অন্যদিকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমমনা বিজ্ঞ আইনজীবীদের প্যানেল থেকে সভাপতি পদে নুরুল মোর্শেদ আমিন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবদুল মন্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ জাকারিয়া।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...