প্রকাশিত: ১৪/০৩/২০১৮ ৬:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৭ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে ৩০০ কোটি ডলার ব্যয়ে এলএনজি টার্মিনাল নির্মিত হচ্ছে।
এ লক্ষ্যে মিতসুবিশি করপোরেশন ও এর সহযোগী প্রতিষ্ঠান ডায়মন্ড গ্যাস ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশের সামিট করপোরেশন।
গত মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী লিম হং কিয়াংয়ের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়।
রয়টার্স এক খবরে বলেছে, এই সমঝোতা স্মারকের আওতায় কোম্পানিগুলো যৌথ উদ্যোগে মাতারবাড়িতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করবে। টার্মিনাল থেকে দিনে ১৫০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ করা যাবে।
একইসঙ্গে ১২০০ মেগাওয়াটের দুটি গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র, তার জন্য উচ্চ ভোল্টেজের সরবরাহ লাইন প্রতিষ্ঠা এবং এলএনজি আমদানি করবে তারা।
সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি চাহিদা পূরণে এই স্মারক সই সামিট পাওয়ার ইন্টারন্যাশকে আরও এগিয়ে নেবে।

পাঠকের মতামত

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...