প্রকাশিত: ২৭/১২/২০১৭ ৯:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ ছিনতাইকারীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।বুধবার ও মঙ্গলবার শহরের কলাতলী বাইপাস সড়কস্থ কাটাপাহাড় ও ঝাউবন এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ছোরা, ১৩টি মুখোশ ও ৯টি লোহার রডসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের টেকপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে আঙ্গুর (৩৩), নতুন বাহারছড়ার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. হানিফ (৩৮), ঝিলংজা মুহুরী পাড়ার মৃত আমান উল্লাহর ছেলে তারেক হাসান (২৮), পশ্চিম বাহারছড়ার মো. আলীর ছেলে মো. হামিদ (৩০), মহেশখালী চরপাড়া এলাকার মৃত ইসহাকের ছেলে মো. মোস্তাক (৪০), মধ্যম টেকপাড়ার মো. হানিফের ছেলে শামীম হায়দার রুবেল (২২), মোহাজের পাড়ার মো. ইউসুফের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে কাউয়া বাবু (১৯), পৌরসভার কালুর দোকান এলাকার শুবধন বড়ুয়ার ছেলে বিধান বড়ুয়া (২৬), পূর্ব পাহাড়তলী এলাকার মো. ইউনুছের ছেলে রিয়াদুল ইসলাম (১৮) এবং আক্তারুজ্জামানের ছেলে মো. ইমরান (১৮)।

মঙ্গলবার রাতে আটকরা হলেন- ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়ার মীর কাশেমের ছেলে মো. রুবেল (২০), পশ্চিম গোমাতলীর মৃত শহর মল্লুকের ছেলে মো. কাছিম (৩৫), বাদশার ঘোনার আইয়ুব আলীর ছেলে মো. শাহিন (২০), বৈল্যাপাড়ার মৃত আবু বক্করের ছেলে আবু তাহের (২৮), নুর পাড়া এন্ডারসন রোড এলাকার মৃত আমির হোসেনের ছেলে রাফসান হোসেন মিন্টু (৩১), মোহাজের পাড়ার নুর মোহাম্মদের ছেলে তুষার আহম্মদ মাওন (২৩) এবং আব্দুল কাদেরের ছেলে ফজলে করিম (২৭), দক্ষিণ বাহারছড়ার মৃত ফরিদের ছেলে নুরুল আবছার (২০), ঝিলংজা পশ্চিম গোমাতলীর নুরুল আজিম ওরফে হাসান আলীর ছেলে মোবারক আলী (২০), দক্ষিণ রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনার নুরুল আলমের ছেলে রায়হান (২০) এবং মৃত আলী আকবরের ছেলে আলাউদ্দিন (২০)।

এছাড়া কুখ্যাত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য নবাব শরীফ ও বাদশাকে গ্রেফতার করে পুলিশ। পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত নুরুল আমীনকে খুরুশকুল মেহেদী পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।

অপর অভিযানে বাহারছড়ার খায়রুল আমিনের ছেলে মো. ফয়সাল (৩০), ঝিলংজা পূর্ব খরুলিয়ার মৃত বশির আহমেদের ছেলে নাজির উদ্দিন (৩৫), দক্ষিণ বাহারছড়ার মো. আলীর ছেলে মো. সাইফুল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, পৃথক অভিযানে এ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...