উখিয়া নিউজ ডেস্ক::
প্রায় ছয় কোটি ৪০ লাখ টাকা মূল্যের এক লাখ ২৮ হাজার পিস ইয়াবা পাচারের একটি চাঞ্চল্যকর মামলার রায়ে সাত রোহিঙ্গাকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা এবং ইয়াবা পাচারকারী।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওসমান গণি আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। মামলাটি মাত্র ছয় কার্যদিবসে বিচার কাজ শেষ করে আদালতের বিচারক মামলা নিষ্পত্তির কাজে রেকর্ড সৃষ্টি করেছেন বলে রাষ্ট্র নিয়োজিত কৌঁসুলি অ্যাডভোকেট মোকতার আহমদ জানান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, গত বছরের ২৬ মার্চ সকালে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন্স দ্বীপ সন্নিহিত সাগরে কোস্টগার্ড সদস্যরা মিয়ানমার থেকে বাংলাদেশ অভিমুখী ইয়াবার চালান বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে। নৌকাটি আটকের পর তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এক লাখ ২৮ হাজার পিস ইয়াবা একটি বড় চালান।নৌকাটিতে ইয়াবার চালান পাওয়ার পর কোস্টগার্ড সদস্যরা নৌকাটির সাতজন পাচারকারীকে আটক করে। আটক সাত পাচারকারী হলেন আবদুল জলিল (৪০), মুজিবুর রহমান (১৯), সাইদুল আমিন (৫০) মোহাম্মদ রফিক (৪৫), আবদুল মালেক (৬০), মোহাম্মদ আয়াস (২৫) ও মোহাম্মদ গণি (৩০)। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব থানার দেবাইন গ্রামের বাসিন্দা।
দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই আদালতে হাজির রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকতার আহমদ ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন রাজু। সুত্র; কালেরকন্ঠ
পাঠকের মতামত