কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার বখতিয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং মইয়্যাদিয়া জামে মসজিদের খতিব ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা।
তার মৃত্যুতে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।