প্রকাশিত: ২৬/০৫/২০১৮ ৪:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৬ এএম

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের থেকে মো. তারেক (১৮) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গোরকঘাটা জেটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তারেক উপজেলার বড় মহেশখালীর ইউপির পাহাড়তলি গ্রামের সাবেক মেম্বার আব্দুল খালেকের ছেলে।

মহেশখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে গোরকঘাটার জেটির কিছুটা দূরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তারেকের মা মরিয়ম বেগম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তারেক ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার পুলিশের মাধ্যমে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত তারেক মানসিক ভারসাম্যহীন ছিল। হয়তো সাগরে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...