যুবদল নেতার উচ্ছৃঙ্খলতার বিষয়ে পুলিশকে লিখিত জানালেন বিএনপি নেতা
এক যুবদল নেতার অসাংগঠনিক কাজ ও উচ্ছৃঙ্খলতার বিষয়ে থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় ...
উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার বাঁকখালী নদীতে একটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে দু’টি দেশিয় তৈরি অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৩৫ হাজার ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কস্তুরাঘাট এলাকা থেকে ট্রলারের মাঝি মো. আবদুল্লাহকে (৫০) আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। আবদুল্লাহ কক্সবাজার পৌর সদরের সমিতি পাড়ার মৃত বাচা মিয়ার ছেলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছ ধরার ট্রলারটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেশিয় তৈরি দুটি অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৩৫ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
পাঠকের মতামত