
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গত রবিবার থেকে সোমবার পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এই ছয়জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের নতুন বাহারছড়া এলাকার ইসমাইল এর ছেলে মো. হাসান (২০), দক্ষিণ বাহারছড়া এলাকার নবী হোসেন এর ছেলে আমির সোহেল (২৪), ভারুয়াখালী বানিয়া পাড়া এলাকার নজির আহম্মদ এর ছেলে মো. হারুন অর রশিদ (৪৩), ঈদগাঁও ইউসুফের খিল এলাকার আবদু রশিদ মিস্ত্রির ছেলে মো. শামীম (১৮), ঈদগাও মেহেরঘোনা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে বেলাল উদ্দিন (২৯) ও মধ্যম কুতুবদিয়া পাড়া হাবিবুর রহমান স্ত্রী খালেদা বেগম (৪০)। তাদের গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারের জনসাধারণ ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত