উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন
উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...
কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার শহরের কলাতলী সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন একটি রিসোর্টের সামনে থেকে বিদেশী অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতরাত ১০টায় এএসপি শরাফত ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন খবর পেয়ে অভিযান চালায় র্যাবের একটি টিম। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় খুরুস্কুল লামাজি পাড়ার আবুল কাশেমর পুত্র মোঃ জসিম উদ্দিনকে (৩৫) আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী অস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার ও পেশাদার অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য বলে জানা গেছে।
 
 
পাঠকের মতামত