
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা। আগামী ৩০ ও ৩১ মার্চ এবং ১ এপ্রিল শহরের একটি ভেন্যুতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার আয়োজক কক্সবাজার জেলা বিতর্ক ক্লাব। কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হবে। নির্দিষ্ট সংখ্যক আসনে নিবন্ধন শুরু হবে ১১ মার্চ থেকে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্টানে নিবন্ধন প্রক্রিয়া সমপন্ন হবে। নিবন্ধন ফি ১০০ টাকা।
কর্মশালা আয়োজন উপলক্ষ্যে এক প্রস্তুতিসভা ৩ মার্চ শুক্রবার বিকাল ৫ টায় শহরের ঝাউতলাস্থ প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিতর্ক ক্লাবের সভাপতি কবি শামীম আকতার। বক্তব্য দেন- জেলা বিতর্ক ক্লাবের সহসভাপতি দীপক শর্মা দীপু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য ইনজামামুল হক, এহসানুর রহমান ইমন, সাহেদুল হক সাইমুন, রাহিমা আক্তার খুশি, কণিকা আক্তার প্রমুখ।
কক্সবাজার জেলা বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন- তিন দিনব্যাপী কর্মশালায় উচ্চারণ, বাচনভঙ্গি, উপস্থাপনা, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক , ইংরেজি সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক ও বায়োয়ারী বিতর্কের উপর প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ দেবেন জাতীয় পর্যায়ের খ্যাতিমান বিতার্কিকবৃন্দ। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদ দেয়া হবে।
প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ- ০১৭১৪৩৭৪৬৩৪
পাঠকের মতামত