প্রকাশিত: ২৬/১২/২০১৭ ৬:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৮ এএম

নিজস্ব প্রতিনিধি ::
ডাকাতির প্রস্তুতিরকালে ১১ জন ছিনতাকারীসহ ১৪জনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। ২৬ ডিসেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে সৈকতের কবিতা চত্ত্বরের পূর্ব পাশে ঝাউবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, তার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন) এসআই মোঃ খালেদ, এসআই দীপক কুমার সিংহ, এএসআই রাজীব বৈরাগী, এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভর কবিতা চত্ত্বরের পূর্ব পাশে ঝাউবাগানে ডাকাতি প্রস্তুতি কালে ২৬ ডিসেম্বর ভোর সাড়ে ৩টায় ১৪জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১১ জন পেশাদার ছিনতাইকারী। এসময় তাদের কাছ থেকে আট ছুরি, আটটি মুখোশ ও পাঁচটি লোহার রড উদ্ধার করা হয়।

আটকরা হলো, ঝিলংজা ইউনিয়নেi পশ্চিম লারপাড়া এলাকার মীর কাশেমের ছেলে মোঃ রুবেল (২০), পশ্চিম গোমাতলী এলাকার মৃত শহর মল্লুক এর ছেলে মোঃ কাছিম (৩৫), বাদশার ঘোনার এলাকার আইয়ুব আলীর ছেলে মোঃ শাহিন (২০), বৈল্যাপাড়া এলাকার মৃত আবু বক্কর এর ছেলে আবু তাহের (২৮), নুর পাড়া এন্ডারসন রোড এলাকার মৃত আমির হোসেন এর ছেলে রাফসান হোসেন প্রঃ মিন্টু (৩১), মোহাজের পাড়া এলাকার নুর মোহাম্মদ এর ছেলে তুষার আহম্মদ মাওন(২৩) এবং আব্দুল কাদের এর ছেলে ফজলে করিম (২৭), দক্ষিন বাহারছড়া এলাকার মৃত ফরিদ এর ছেলে নুরুল আবছার (২০), ঝিলংজা পশ্চিম গোমাতলীর নুরুল আজিম প্রঃ হাসান আলীর ছেলে মোবারক আলী (২০), দক্ষিন রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনা এলাকার নুরুল আলমের ছেলে রায়হান (২০), এবং মৃত আলী আকবর এর ছেলে আলাউদ্দিন (২০)। এছাড়া কুখ্যাত মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য নবাব শরীফ ও বাদশাকে পুলিশ আটক করে। পৃথক অভিযানে সাজা প্রাপ্ত নুরুল আমীনকে খুরুশকুল মেহেদী পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। অন্যদিকে আলাদাভাবে ডাকাতি প্রস্তুতি এবং অস্ত্র মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, ‘কক্সবাজার শহর ও শহরতলীর পর্যটকসহ সকল নাগরিকের নিরাপত্তা বিধানে পুলিশের বিভিন্ন টিমের প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে।’

পাঠকের মতামত

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...