উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১০/২০২৪ ১১:৩৬ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। স্কুলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন তিনি।

সোমবার (০৭ অক্টোবর) সকালে শৈবাল পয়েন্টে গোসলে নেমে এ ঘটনা ঘটে।

নিখোঁজ স্কুল ছাত্রের নাম আজমাইনুল হক। সে কক্সবাজার পলিটেকনিক স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবর নাম করুমুল হক। সে শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা।

জানা যায়, ৯ বন্ধু স্কুল পালিয়ে একসাথে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলার এক পর্যায়ে গোসলে নেমে ২ বন্ধু নিখোঁজের ঘটনা ঘটে। তারমধ্যে একজনকে উদ্ধার করে অন্যান্য বন্ধু এবং জেলেরা।

সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয়। কয়েকজন বন্ধু মিলে স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলে। তারপর ফুটবল খেলা শেষে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় ২ জন। তারমধ্যে একজনকে উদ্ধার করেছে। আমরা নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করছি।

আজমাইনুল হকের বড় ভাই আশফাকুল হক জানান, সে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। স্কুল শুরু হয় সকাল আটটায়। তারপর আমরা স্কুল শিক্ষকের মাধ্যমে খবর পাই সে নিখোঁজ রয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...