
উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের চকরিয়ায় গণপিটুনিতে মো. রোকন উদ্দিন (২৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ওয়াজ উদ্দিন (২৫) নামে অপর ডাকাত গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ আমাইন্যারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত মো.রোকন উদ্দিন উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়ার মৃত জাফর আলম মেম্বারের ছেলে ও আহত ওয়াজ উদ্দিন ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ লালপুর ঈদমণি এলাকার শামসুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সাহাবউদ্দিন। কয়েকদিন পরই তার বিয়ে হওয়ার কথা রয়েছে। এজন্য তিনি বিদেশ থেকে বেশ কিছু স্বর্ণালংকারসহ দামী জিনিসপত্র নিয়ে এসেছেন। এ খবর পেয়ে সশস্ত্র ৫-৬ জনের একদল ডাকাত বৃহস্পতিবার ভোর রাতে সাহাবউদ্দিনের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ডাকাত রোকন উদ্দিন ও ওয়াজ উদ্দিনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো.জাহাঙ্গীর আলম বলেন, গণপিটুনি দেওয়ার পর রাতেই স্থানীয় লোকজন দুইজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এ সময় রোকন উদ্দিন মারা যায়। অপর আহত ওয়াজউদ্দিন হাসপাতালে ভর্তি আছে। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গণপিটুনিতে নিহত ও আহতের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত