প্রকাশিত: ০৩/১১/২০১৮ ৯:২২ পিএম

বিনোদন ডেস্ক :
সমুদ্র সৈকতে নেচে-গেয়ে সময় কাটাচ্ছেন চিত্রনায়ক সম্রাট ও শিরিন শিলা। তারা একে অপরকে বলছেন-‘চিন্তার ভিতরে তুমি থাকো, স্বপ্নের ভিতরে ডুবিয়ে রাখো’। বলা চলে বেশ রোমান্টিক সময় পার করছেন তারা। তবে এসব সিনেমার দৃশ্যের প্রয়োজনে তাদের করতে হচ্ছে।

কক্সবাজারে রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ সিনেমার গানের দৃশ্যধারণ হচ্ছে। নৃত্য পরিচালনা করছেন আজাদ। এ প্রসঙ্গে শিরিন শিলা রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল থেকে কক্সবাজারে গানের শুটিং শুরু করেছি। এখানে দুটি গানের শুটিং করা হবে। গানগুলোর নৃত্য পরিচালনা করছেন আজাদ ভাই। সিনেমায় মোট ছয়টি গান থাকছে।’

‘এক মিনিট’ সিনেমায় সম্রাটের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন- অর্পণ সাইদ, তিথী, ইভানা, অমিত হাসান, মিজু আহমেদ, শিবা সানু ও ডিজে সোহেল। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালের শেষ দিকে। বিভিন্ন জটিলতায় কাজ শেষ করা হয়নি। তবে চলতি বছর সিনেমাটির শুটিং শেষ করা হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...