প্রকাশিত: ১৫/১২/২০১৮ ১০:১২ এএম , আপডেট: ১৫/১২/২০১৮ ১০:১৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে না নেওয়ার আহ্বান জানিয়ে নতুন রেজ্যুলেশনে (প্রস্তাবনা) নেওয়া হয়েছে মার্কিন সিনেটে।

এতে বলা হয়েছে, বর্তমানে রোহিঙ্গারা যে অবস্থায় আছে সেই অবস্থা যেন আর খারাপ না হয় এমন কোনও কার্যক্রম না নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সিনেটর রিচার্ড জোসেফ ডারবিন বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এই রেজ্যুলেশনটি প্রস্তাব করেন এবং পরে এটি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে পাঠানো হয়েছে।

বাংলাদেশের ভাসানচরে রোহিঙ্গাদের সরিয়ে না নেওয়ার জন্যও রেজ্যুলেশনে আহ্বান জানানো হয়।

রেজ্যুলেশনে বলা হয়েছে, কেউ যেন এমন কোনও পদক্ষেপ না নেয় যাতে করে রোহিঙ্গারা ক্যাম্প বা মিয়ানমারের গ্রামে তাদের চলাচলে স্বাধীনতা না থাকে।

আইনকে শ্রদ্ধা করে, গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখে এবং জনসাধারণের সম্মান বজায় রাখে এমন মিয়ানমারকে ভবিষ্যতে দেখতে চান পোপ ফ্রান্সিস। পোপের এমন মন্তব্যকে প্রশংসা করা হয়েছে রেজ্যুলেশন।

পাঠকের মতামত

পবিত্র ঈদুল ফিতর আজ

‘ঈদ এসেছে দুনিয়াতে শিরনি বেহেশতী/দুষমনে আজ গলায় গলায় পাতালো ভাই দোস্তি’- জাতীয় কবি কাজী নজরুল ...