একদিনের ব্যবধানে কক্সবাজারে আরও এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরতলীর লিংকরোড রেল ক্রসিং এলাকায় একটি ঝোপে মৃতদেহটি দেখতে পায় একদল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল মাদ্রাসাপড়ুয়া কিশোর ওই স্থানে ফুটবল খেলতে যায়। এসময় প্রধান সড়কের দক্ষিণ পাশের রেললাইনের অদূরে ঝোপের মধ্যে মৃতদেহটি দেখতে পায় কিশোররা। পরে বিষয়টি তারা বড়দের জানায়। মৃতদেহের অবস্থান নিশ্চিত হয়ে লোকজন ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেন।
রিয়াজ উদ্দীন রিয়াজ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মৃতদেহটি অনেকট পঁচে গেছে। মনে হচ্ছে চার-পাঁচ দিন আগে মারা গেছে। তবে পকেটে বহু অহেতুক কাগজপত্র রয়েছে। তাতে মনে হচ্ছে লোকটি অপ্রকৃতিস্থ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, একটি মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে মৃতদেহটি অজ্ঞাত। পরিচয় সনাক্ত বিস্তারিত জানতে তদন্ত চলছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রামুর খুনিয়াপালং থেকে একটি বস্তাবন্দি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করা হয়