প্রকাশিত: ০৭/০১/২০১৮ ৮:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২২ এএম

নিউজ ডেস্ক ::

কক্সবাজারে ব্যবসায়ীকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাত সদস্যের বিরুদ্ধে শীঘ্রই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে তদন্তে যেন কোনো কিছু এড়িয়ে না যায় বিষয়গুলোতে নজর রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

তদন্ত তদারকি কর্মকর্তা পিবিআই কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান শনিবার (৬ জানুয়ারি) বাংলানিউজকে বলেন, ‘আশা করছি তাড়াতাড়িই তদন্ত কাজ শেষ হবে। তারপর আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। তবে কতদিন লাগবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’

‘তাড়াতাড়ি করতে গিয়ে তদন্তে কোনো কিছু যেন বাদ না পড়ে সে বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে। চাঞ্চল্যকর মামলা হওয়ায় আমরা এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কছি’-যোগ করেন মনিরুজ্জামান।

অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই এই তদন্তাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

গত ২৫ অক্টোবর ভোরে ভিকটিমের পরিবারের অভিযো পরিপ্রেক্ষিতে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ ডিবির ছয় সদস্যকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। গাড়ির গ্লাস ভেঙ্গে পালিয়ে যাওয়ার পর জড়িত অপর একজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত পুলিশের সদস্যরা হলেন, এসআই মনিরুজ্জামান (৩৫), এসআই আবুল কালাম আজাদ (৩৯), এএসআই গোলাম cমোস্তফা (৩৬), এএফিরোজ আহমদ (৩৪), এএসআই আলাউদ্দিন (৩২), কনস্টেবল মোস্তফা আজল (৫২) ও কনস্টেবল মো. আল আমিন (২৬)।

এ ঘটনায় ডিবির সাতজনকে আসামি করে টেকনাফ থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন সেই ব্যবসায়ী গফুর আলম। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন অভিযুক্ত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটকের পরই তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে একটি অভ্যন্তরীণ প্রতিবেদন জমা

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...