প্রকাশিত: ০১/০৩/২০১৮ ১২:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৯ এএম
সিজার অপারেশন_rtvonline.com

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছাগলের বাচ্চা হয়েছে। বলা হচ্ছে, চকরিয়ায় ছাগলের অস্ত্রোপচার করে ছানা জন্মের ঘটনা এটাই প্রথম।
মঙ্গলবার রাতে সিজারিয়ান বাচ্চাটি হয়। সিজারিয়ান অপারেশনটি করেন প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসি আকতার দীপ্তির নেতৃত্বে একদল চিকিৎসক।

ডা. ফেরদৌসি আকতার দীপ্তি বলেন, অপ্রতুল যন্ত্রপাতি ও হাসপাতালের অনুপযুক্ত পরিবেশের পরও সিজার করা হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর এতে সফলতাও পাওয়া গেছে। বাচ্চা ও মা উভয় সুস্থ আছে। অনেকেই জানেন না পশুরও সিজারের মাধ্যমে বাচ্চা হয়।
জানা যায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলি বাজার মুসলিমনগর এলাকার ফালেছা বেগম একটি মা ছাগল নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি হাসপাতালে আসেন। এরপর ডা. ফেরদৌসি আকতার ওই ছাগলটিকে পর্যবেক্ষণ করেন এবং সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন।
ছাগলটি তিনমাস আগে এক্সিডেন্ট করে। এ কারণে ছাগলটির স্বাভাবিক প্রসবের সম্ভাবনা ছিল না। মা ছাগলটির জরায়ুতে পানি ভাঙা শুরু হলেও বাচ্চা প্রসব হচ্ছিল না। এ কারণে ছাগলটিকে পশু হাসপাতালে নিয়ে আসা হয়।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...