প্রকাশিত: ১২/০২/২০১৮ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪২ এএম

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে বার্ষিক মিলনমেলা -২০১৮ আগামী ২৪ ফেব্রুয়ারী দেশের আলোচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীপে অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী ”কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম” এর বন্ধুদের রেজিষ্ট্রেশন ফ্রি: ২৩০০ (তেইশ টাকা) টাকা আগামী ১৬ ফেব্রুয়ারী মধ্যে পরিশোধ করে অংশ গ্রহণে নিশ্চিত হওয়ার অনুরোধ করা হল সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের বাহিরে কোন আগ্রহী ব্যক্তি অংশ গ্রহণ করে আমাদের সঙ্গী হতে পারেন।

নোট: সংগঠনের বিশেষ কারনে নির্ধারিত তারিখ পরিবর্তন করা হতে পারে।

যোগাযোগ, সভাপতি, স.ম ইকবাল বাহার চৌধুরী,কক্সবাজার- ০১৮৩৩-১৪২৪৩৩

সাধারণ সম্পাদক, এ.এম হোবাইব সজীব,মহেশখালী-চকরিয়া-০১৮১৫-০৬৪৩৭২

সাংগঠনিক সম্পাদক, আবদুল আলিম নোবেল, কক্সবাজার-০১৮২৪-৪০৩০৮৩

যুগ্ম সম্পাদক, ওবাইদুল হক  চৌধুরী, উখিয়া-০১৮১৯-৫১২৯৯৮

সহ-সাধারণ সম্পাদক, এম দিদারুল করিম,পেকুয়া-০১৮১৫-৯১৬০০৭

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...