সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান
সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার ...

আশু বড়ুয়া
কুহূ কুহূ নানা সুরে
কোকিল দিচ্ছে ডাক,
রঙিন ছবির আলপনাতে
এলো রে বৈশাখ।
.
বটতলাতে বসবে মেলা
ঘুরতে যাবো আজ,
নাগরদোলায় চড়বো মোরা
দেখবো পুতুল নাচ।
.
পান্তা-ইলিশ-লঙ্কা দিয়ে
হবে আজ ভোজন,
বৈশাখির সাজে সেজে
আসবে কতো প্রিয়জন।
.
সন্ধ্যা যখন হবে আবার
ফানুস বেলুন উড়বে আকাশে,
বাঙালির আজ প্রাণের উচ্ছ্বাস
জানান দেবে বাতাসে।
আজ এই দিনে দুঃখ গ্লানি
ভুলে গিয়ে দূর করি রাগ,
রঙিন ছবির আলপনাতে
এলো রে পহেলা বৈশাখ।
পাঠকের মতামত