প্রকাশিত: ১৪/০৪/২০২০ ৯:৫৩ এএম

আশু বড়ুয়া

কুহূ কুহূ নানা সুরে
কোকিল দিচ্ছে ডাক,
রঙিন ছবির আলপনাতে
এলো রে বৈশাখ।
.
বটতলাতে বসবে মেলা
ঘুরতে যাবো আজ,
নাগরদোলায় চড়বো মোরা
দেখবো পুতুল নাচ।
.
পান্তা-ইলিশ-লঙ্কা দিয়ে
হবে আজ ভোজন,
বৈশাখির সাজে সেজে
আসবে কতো প্রিয়জন।
.
সন্ধ্যা যখন হবে আবার
ফানুস বেলুন উড়বে আকাশে,
বাঙালির আজ প্রাণের উচ্ছ্বাস
জানান দেবে বাতাসে।

আজ এই দিনে দুঃখ গ্লানি
ভুলে গিয়ে দূর করি রাগ,
রঙিন ছবির আলপনাতে
এলো রে পহেলা বৈশাখ।

পাঠকের মতামত

পর্যটন সম্ভাবনায় ভরপুর মহেশখালীর ধুইল্যাজুড়ি পাহাড়

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ‘ধুইল্যাজুড়ি পাহাড়ি ঢালা’ পর্যটন সম্ভাবনায় ভরপুর। সুউচ্চ পাহাড়, ...

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...