প্রকাশিত: ২৮/০৪/২০১৯ ১০:৩৮ এএম

শ্রীলঙ্কায় হামলার সপ্তাহ না পেরোতেই এবার যুক্তরাষ্ট্রে বৌদ্ধ উপাসনালয় সিনাগগে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছে তিনজন। এ ঘটনায় উত্তরের শহর সান দিয়াগো থেকে এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ এ ঘটনায় হামলাকারীর মধ্যে বড় ধরণের কোনো কারণ খুঁজে পায়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি বিদ্বেষের কারণে ঘটে থাকতে পারে।’

পালোমার মেডিক্যাল সেন্টার পাওয়ারের মুখপাত্র জানান, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন।

পাওয়ের মেয়র বলেন, ‘ওখানে হামলার মূল কারণ হলো বিদ্বেষ। সাহসী কিছু মানুষ তাকে প্রতিহত করেছে।’

স্যান ডিয়েগো পুলিশ দপ্তর কাউন্টি শেরিফকে সহায়তা করছেন বলে জানানো হয়েছে। পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ‌‘আমাদের কাছে আগে এই হামলার কোনো আশঙ্কার গোয়েন্দা তথ্য ছিল না। এখন থেকে উপাসনালয়ের আমরা নিরাপত্তা জোরদার করবো।’

ওই সিনাগগে ইহুদিদের অন্যতম বড় উৎসব পাসওভার চলছিল।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ২৫৩ জন নিহত হন। রাজধানী শহর কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার সেই হামলায় আহত হয়ে অন্তত ৫০০ মানুষ চিকিৎসাধীন রয়েছেন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...