প্রকাশিত: ২১/০২/২০১৮ ৭:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৯ এএম

প্রেস বিজ্ঞপ্তি::
আন্তর্জাতিক ভাষাদিবস একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ করেছে উপজেলা প্রেসক্লাব উখিয়া।
২১শে ফেব্রুয়ারী দিনের শুরু রাত বারোটা এক মিনিটে সদ্য আত্মপ্রকাশ হওয়া উপজেলা প্রেসক্লাব এর গণমাধ্যম কর্মীরা উখিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরনে পুষ্পিত শ্রদ্ধা নিবেদন করেন।

মায়ের ভাষা দিবস ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলন এর আবেদন বাংলা ভাষাবাসী আমাদের ইতিহাসে আজও এতই আবেগপ্রবণ যে, যা জাতির কাছে ভুলার মত নয়।

উনিশ শ বায়ান্ন সালের এই দিনে রাষ্ট্র ভাষা বাংলা রক্ষার জন্য যারা নিজকে আত্মত্যাগ দিয়েছেন সেই সব অমর শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদিত থাকবে।
উপজেলা প্রেসক্লাব উখিয়ার যথাক্রমে- মোসলেহ উদ্দিন আহবায়ক, মিজান উর রশীদ মিজান যুগ্ন আহবায়ক, জসিম আযাদ সদস্য সচিব, এবং এম আবুল কালাম আজাদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মারজান আহমদ চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, শরীফ আজাদ, সাকুর মাহমুদ চৌধুরী, সবুজ বড়ুয়া, আমির তাহের উদ্দিন মানিক, মিজবাহ আযাদ, আবছার উদ্দিন শান্ত ও আশিকুর রহমান, তানভির শাহারিয়ার।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...