প্রকাশিত: ০৬/০৭/২০১৮ ৭:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৬ এএম

মানুষ বিভিন্ন কারণে একাধিক বিয়ে করে। কিন্তু একই সঙ্গে দুটো বিয়ে করার নজির আছে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। এবার সেই কাজটি করেই ভাইরাল হয়েছেন এক সোমালি যুবক।

স্থানীয় সময় ২২ জুন, শুক্রবার এই অভাবনীয় কর্মটি ঘটান বশির মোহামেদ নামের ওই যুবক। ঘটনার পর দুই স্ত্রীসহ যুবকের ছবি দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বশির সোমালিয়ান্দের সিনাই গ্রামে একই সময়ে একই আসরে বসে ওই দুই নারীকে বিয়ে করেন। তার দুই স্ত্রীর নাম ইকরা ও নিমো।

বশির মোহামেদ জানান, তিনি আট মাস ধরে চেষ্টা চালিয়েছেন একই সঙ্গে উভয়ই নারীর মন জয় করতে। অবশেষে তিনি দুজনকেই একসঙ্গে বিয়েতে রাজি করতে সক্ষম হন।

বশির মোহামেদ বলেন, ‘আমি একসঙ্গে তাদেরকে আমার বাড়িতে এনেছি। আসলে আমি উভয়ের কাছেই খোলাখুলি বলেছি যে, আমি তাদের দুজনকেই ভালোবাসি।’

অন্য পুরুষদের উৎসাহিত করতেই তিনি এমন কাজ করেছেন বলে দাবি করেন বশির।

যদিও সোমালিয়ার সমাজে বহুবিবাহ খুবই স্বাভাবিক এবং বহুল প্রচলিত। কিন্তু একসঙ্গে দুই নারীকে বিয়ে করর ঘটনা একেবারে নতুন।

পাঠকের মতামত

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...