প্রকাশিত: ০৩/০১/২০১৮ ৬:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার সুইচ সবসময় টেবিলে থাকে বলে কিম জং উন যে হুমকি দিয়েছেন তার জবাবে ট্রাম্প এই হুমকি দিলেন। দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এক টুইট বার্তায় কিমকে কটাক্ষ করে তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার অস্ত্রের সুইচ কাজ করবে না।

গেল সোমবার পিয়ংইয়ং তার দেশকে পারমাণবিক শক্তিতে পরিপূর্ণ সক্ষম দাবি করে বলেন, যুক্তরাষ্ট্রে হামলার জন্য অস্ত্রের সুইচ নিজের টেবিলে রেখেছেন তিনি। উত্তর কোরিয়াকে হুমকি দিলে সেটি ব্যবহার করা হবে বলে জানান তিনি।

তবে যুক্তরাষ্ট্রকে হুমকি দিলেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহ দেখিয়েছেন কিম জং উন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...