প্রকাশিত: ০৬/১০/২০১৯ ১১:০৮ এএম

ফারুক আহমদ, উখিয়া
ডাক্তার শাহ কামাল উদ্দিন আবাসিক মেডিকেল অফিসার ও ডাক্তার ইফফাত সাদিয়া জুনিয়র গাইনি কনসালটেন্ট হিসাবে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বেতন ভাতা উত্তোলন করেন এ হাসপাতালে। কিন্তু দীর্ঘ ৫ মাসের অধিক হাসপাতলে দায়িত্বরত নেই এ দুজন ডাক্তার।

এ বিষয়টি সত্যতা স্বীকার করেন খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

জানা যায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেে বর্তমানে কর্মরত হিসেবে কাগজে-কলমে লিপিবদ্ধ আছে ডাক্তার শাহ কামাল উদ্দিন। তিনি একই সাথে এ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পদে গুরুত্বপূর্ণ দায়িত্বরত। অথচ তিনি নেই অনেক মাস ধরে একইভাবে জুনিয়র গাইনি কনসালটেন্ট ডাক্তার ইফফাত সাদিয়া একমাত্র মহিলা ডাক্তার হিসেবে কাগজে-কলমে কর্মরত উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। শুধু তাই নয় বেতন-ভাতা থেকে শুরু করে সরকারি যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন হাসপাতালেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর হাসপাতালে কর্মরত আছেন এ দুজন ডাক্তার তারা ওখানে নিয়মিত হাসপাতলে দায়িত্ব পালনের পাশাপাশি বিকেলে প্রাইভেট ক্লিনিকে পুরোদমে চেম্বারে রোগী দেখছেন। অনেকের মতে উক্ত দুইজন মূলত উখিয়া হাসপাতালে কর্মরত থাকার পরও প্রাইভেট বাণিজ্য করার জন্য সুকৌশলে কক্সবাজার সদর হাসপাতালে অবস্থান করছেন।

খোঁজখবর নিয়ে জানা গেছে, উখিয়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার পদ টি খুবই গুরুত্বপূর্ণ। আর এ পদে ডাক্তার শাহ কামাল উদ্দিন কাগজে-কলমে থাকার পরও কিভাবে অন্য তরে চলে গেল বিষয়টি খতিয়ে দেখার জন্য সুশীল সমাজের অভিমত।

এছাড়াও একমাত্র মহিলা ডাক্তার তাও জুনিয়র গাইনি কনসালটেন্ট ডাক্তার ইফতার সাদিয়া কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পালন করায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মহিলা রোগীগণ সুচিকিৎসা পাচ্ছে না। এমনকি আবাসিক মেডিকেল অফিসার পদে না থাকায় হাসপাতালে দাপ্তরিক কর্মকাণ্ড নানাভাবে ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ডাক্তার শাহ কামাল উদ্দিন আবাসিক মেডিকেল অফিসার ও ডাক্তার ইফফাত সাদিয়া জুনিয়র গাইনি কনসালটেন্ট হিসাবে হাসপাতালে কর্মরত আছেন। কিন্তু গত ৫ মাস ধরে প্লেষনে তারা দুজন কক্সবাজার সদর হাসপাতাল চলে যায়।

অথচ এ হাসপাতালে কর্মরত হিসেবে তাদেরকে দেখাতে হচ্ছে বেতন ভাতাও হাসপাতাল থেকে উত্তোলন করে এ দুজন ডাক্তার। এদিকে অভিযোগ উঠেছে উপরের মহল বা উধ্বতন কতৃপক্ষকে ম্যানেজ করে কৌশলে এ ডাক্তার দুজন জেলা সদরে অবস্থান করলেও কাগজ কলম ঠিক থাকায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে শূন্য পদে দেখাতে পারছেনা। এ নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা।

স্থানীয় নাগরিক সমাজের মতে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত ডাক্তার স্বপদে প্রেরণ করার জন্য জেলা সিভিল সার্জনের নিকট দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...

সড়ক দুর্ঘটনায় ফের নিহত ১, প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...