
উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউসুফ নামের এক রোহিঙ্গা নেতাকে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুতুপালং রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ইউসুফ মারা যায় বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ অাবুল খায়ের নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত ৮টার দিকে একদল মুখোশধারী ইউসুফের মাথায় গুলি করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার দিকে ১০-১২ জনের একটি দল থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকের মাঝি ইউসুফকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুতুপালংয়ে রেড ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মোহাম্মদ আলম নামে এক রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আলমকে আটক করা হয়। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
পাঠকের মতামত