প্রকাশিত: ২৬/০২/২০১৭ ১০:১৯ পিএম , আপডেট: ২৬/০২/২০১৭ ১১:৩৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার রেজুখালের কুমার ঘাটের ব্রীজ (শহীদ জাফর আলম সেতু) ফাটল ধরেছে। অতিরিক্ত পণ্য বোঝাই ভারি যানবাহন যাতায়ত করার কারণে ব্রীজের অংশ বিশেষ ফাটল দেখা দিয়েছে। ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলার কোটবাজার-সোনারপাড়া সড়কে রেজুখালের উপর কুমার ঘাটের ব্রীজটি ২০০৪ সালে সড়ক ও জনপদ বিভাগ পুন: নির্মাণ করে। হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালের উপর নির্মিত ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য যানবাহন ও পর্যটক বাহি গাড়ি এ ব্রীজ দিয়ে যাতায়ত করে।

সরজমিন পরিদর্শনে দেখা যায়, অতিসম্প্রতি ব্রীজের উপরের অংশ ফাটল দেখা দেয়। এমনকি পর্যায়ক্রমে তলদেশে ফাটল সৃষ্টি হয়। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যত ফাটল আরও বড় আকার ধারণ করতে পারে।

উখিয়া উপজেলা ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি মকবুল আহমদ কোম্পানী জানান, অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলের কারণে ব্রীজের ফাটল সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ১০ টনের অধিক পণ্য পরিবহন না করার জন্য সতর্ক করন বিজ্ঞপ্তি টাংঙ্গিয়ে দিলেও কতিপয় মালিক ও ড্রাইভার তা অগ্রাহ্য করে ২০ থেকে ২২ টন অতিরিক্ত পণ্য বোঝাই করে উক্ত সড়কের উপর দিয়ে যাতায়ত করার কারণে আজকে এ অবস্থা দেখা দিয়েছে।

ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন যাতায়ত বন্ধ সহ সংস্কারের উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে ব্রীজের ফাটল আরও প্রকট আকার ধারণ করবে। স্থানীয় অধিবাসীদের অভিযোগ এনাম নামের জৈনক ব্যক্তি ব্রীজের নিচে বাসা তৈরি করে বসবাস করছে। উক্ত বাসায় রান্না কাজে আগুন ব্যবহার থেকে ব্রীজের ফাটল সৃষ্টি হচ্ছে বলে অনেকের অভিমত।

সচেতন এলাকাবাসী অবিলম্বে ব্রীজের ফাটল সংস্কার ও অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন যাতায়ত বন্ধ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...

ইউএনএইচসিআর ’এর প্রতিবেদনবাংলাদেশে নতুন অনুপ্রবেশকারি রোহিঙ্গা দেড় লাখের বেশি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার ফলে ২০২৩ সালের ...

ব্র্যাক আয়োজিত সংলাপে নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে ৫ দফা সুপারিশ

সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক’ কর্ম ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। সম্প্রতি ব্র্যাকের ...