
ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার রেজুখালের কুমার ঘাটের ব্রীজ (শহীদ জাফর আলম সেতু) ফাটল ধরেছে। অতিরিক্ত পণ্য বোঝাই ভারি যানবাহন যাতায়ত করার কারণে ব্রীজের অংশ বিশেষ ফাটল দেখা দিয়েছে। ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার কোটবাজার-সোনারপাড়া সড়কে রেজুখালের উপর কুমার ঘাটের ব্রীজটি ২০০৪ সালে সড়ক ও জনপদ বিভাগ পুন: নির্মাণ করে। হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালের উপর নির্মিত ব্রীজটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য যানবাহন ও পর্যটক বাহি গাড়ি এ ব্রীজ দিয়ে যাতায়ত করে।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, অতিসম্প্রতি ব্রীজের উপরের অংশ ফাটল দেখা দেয়। এমনকি পর্যায়ক্রমে তলদেশে ফাটল সৃষ্টি হয়। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যত ফাটল আরও বড় আকার ধারণ করতে পারে।
উখিয়া উপজেলা ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি মকবুল আহমদ কোম্পানী জানান, অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলের কারণে ব্রীজের ফাটল সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ১০ টনের অধিক পণ্য পরিবহন না করার জন্য সতর্ক করন বিজ্ঞপ্তি টাংঙ্গিয়ে দিলেও কতিপয় মালিক ও ড্রাইভার তা অগ্রাহ্য করে ২০ থেকে ২২ টন অতিরিক্ত পণ্য বোঝাই করে উক্ত সড়কের উপর দিয়ে যাতায়ত করার কারণে আজকে এ অবস্থা দেখা দিয়েছে।
ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন যাতায়ত বন্ধ সহ সংস্কারের উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে ব্রীজের ফাটল আরও প্রকট আকার ধারণ করবে। স্থানীয় অধিবাসীদের অভিযোগ এনাম নামের জৈনক ব্যক্তি ব্রীজের নিচে বাসা তৈরি করে বসবাস করছে। উক্ত বাসায় রান্না কাজে আগুন ব্যবহার থেকে ব্রীজের ফাটল সৃষ্টি হচ্ছে বলে অনেকের অভিমত।
সচেতন এলাকাবাসী অবিলম্বে ব্রীজের ফাটল সংস্কার ও অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন যাতায়ত বন্ধ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
পাঠকের মতামত