প্রকাশিত: ০৯/০১/২০১৭ ৮:১২ পিএম , আপডেট: ০৯/০১/২০১৭ ৮:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বিশিষ্ট জমিদার ও সমাজসেবক মরহুম আলহাজ্ব সাকের আলী চৌধুরীর প্রথম পুত্র হুমায়ন কবির চৌধুরী আর নেই। (ইন্নালিল্লা—রাজিউন) তিনি গত সোমবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় রতœাপালং তেলী পাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। গতকাল সন্ধ্যায় তার নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। জানাযার শেষে মরহুমের তেলীপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

৯ জানুয়ারী সোমবার সন্ধ্যা ৪টা ৪৫ মিনিটে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে  মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার শোকাহত মানুষ অংশগ্রহণ করে। জানাযায় উপস্থিত থেকে মরহুমের বর্ণাঢ্য জীবনীর উপর স্মৃতিচারণ করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্শিয়ান রাজনীতিবীদ এডভোকেট আহমদ হোছাইন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী। মরহুমের পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন মরহুমের ভাগিনা রাশেদ মোহাম্মদ আলী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ন কবির চৌধুরী, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, জালিয়াপলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, রতœাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন কন্ট্রাক্টর, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু। জানাযায় ইমামতি করেন, রাজাপালং ফাযিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা আবুল ফজল। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ৫ কন্যাসহ অসংখ্য আতœীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ২০ দিনের বেবধানে উখিয়া উপজেলা রতœাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী জমিদার মরহুম সাকের আলী চৌধুরীর ২ সন্তান বিয়োগ হওয়ায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। গত ডিসেম্বর মাসের ২১ তারিখ তার ছোট ভাই জাহাঙ্গীর কবির চৌধুরীও ইন্তেকাল করেছেন।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...