প্রকাশিত: ২৭/০৪/২০১৮ ৯:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৩ এএম
পাসপোর্ট করতে গিয়ে আটক দুই নারী

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকা থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা যুবতীকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এনায়েতপুর থানার ভাঙাবাড়ি মহল্লার বারুপুরের মোক্তেল হোসেনের ছেলে নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে নজরুল ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছে। আটকৃতরা হলো- আমানুল্লাহর স্ত্রী রোকেয়া খাতুন (১৯) ও নুর আলমের স্ত্রী রহিমা খাতুন (১৮)।

রোহিঙ্গা তরুনীরা জানান, কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকা থকে পালিয়ে দিনাজপুর এলাকায় এক বাড়িতে অবস্থান নেয়। পরে এনায়েতপুর থানার ভাঙাবাড়ি মহল্লার বারুপুরের মোক্তেল হোসেনের ছেলে নজরুল ইসলাম তাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে বুধবার রাতে নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে এলাকার বেশ কয়েক জায়গায় বেড়াতে নিয়ে যায়। শুক্রবার সকালে এলাকায় জানাজানি হলে ওই বাড়িতে স্থানীয়রা এসে ভিড় জমায়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।উখিয়া নিউজ ডটকম। এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, কাজের সন্ধানে তারা এলাকায় এসেছিল। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে তাদের ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...