প্রকাশিত: ০৭/০৫/২০২০ ৭:৫১ এএম

ইমরান আল মাহমুদ,উখিয়াঃ
তরমুজের গাড়ি নিয়ে এসে ফেরার সময় ইয়াবাসহ এক ড্রাইভারকে আটক করে উখিয়া থানা পুলিশ। জানা যায়, বুধবার সন্ধায় চট্টগ্রামের পটিয়া এলাকার এক ড্রাইভার তরমুজের ভাড়া নিয়ে গাড়ি নিয়ে ফেরার সময় খবর পেয়ে উখিয়া থানা পুলিশ গাড়ি আটক করে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক পিকআপ ভ্যানের চালকের নাম মোহাম্মদ সাগর প্রকাশ শুভ (২৬)। চট্টগ্রামের পটিয়ার হাইদগাও দিঘীর পাড় এলাকার বাসিন্দা তিনি।
উখিয়া থানা ওসি(তদন্ত)নুরুল ইসলাম মজুমদার জানান,ওসি স্যারের নেতৃত্বে ইয়াবা পাচারের খবর পেয়ে আমরা উখিয়ার একটি ব্রিজে গাড়ি থামিয়ে তল্লাশি চালালে ড্রাইভারের স্বীকারোক্তি মতে ১২হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে থানায় নিয়ে এসে ইয়াবা আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অভিযানে আরো ছিলেন উখিয়া থানার এএসআই বিএম শামীম সহ পুলিশ সদস্যরা।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...