
সংবাদ বিজ্ঞপ্তি::
উখিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ১৬ মে মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে অনুষ্টিত হবে। এতে উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিমের নেতারা উপস্থিত থাকবেন।
সভায় তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, ওয়ার্ড ও ইউনিয়ন বিষয়ে সাংগঠনিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে।
এই বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ স¤পাদকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সাধারণ স¤পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাসেল চৌধুরী এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
পাঠকের মতামত