প্রকাশিত: ০৮/০৩/২০১৭ ৯:৩৮ এএম , আপডেট: ০৮/০৩/২০১৭ ৯:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।বন্দর নগরী চট্টগ্রামের চকবাজারস্থ গুলজার টাওয়ারের ৫ম তলায় ‘প্রসিড অন’ এ  মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধা ৬টায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি কলেজের সহকারী অধ্যাপক মোজাফ্ফর অাহমদের সঞ্চালনায় চট্টগ্রামে অবস্থানরত উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র এডভোকেট ছমি উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলম চৌধুরী, এ কে এম নুরুল বসর ভূইয়া প্রমুখ। এসময় বিদ্যালয়টির প্রতিটা এসএসসি ব্যাচ ও চট্টগ্রামে প্রতিষ্ঠিত প্রক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য নিজেদের মত প্রকাশ করেন।

অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আগামী শনিবার উখিয়ায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে ঐ সভায় অনুষ্ঠান সম্পর্কে গৃহীত গুরুত্বপূর্ন সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবং আগামী ১লা এপ্রিল উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে উখিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তী উদযাপনকে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবখানে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ২০০৭ ব্যাচের সহযোগিতায় ফেসবুক প্রোফাইল লোগোর উদ্বোধন করেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

প্রসিড অনে ‘মেলবন্ধন’ এর রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাচ্ছে। দুই কপি ছবিসহ ৫শ টাকা জমা দিয়ে ১৫ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন ফরম পূরন করা যাবে।

পাঠকের মতামত

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...

আজ ১২ ঘন্টার সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ...