প্রকাশিত: ০২/০১/২০১৮ ৯:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৪ এএম

বিশেষ প্রতিনিধি::
চালের বস্তায় করে পাচারকালে ৪’শ বস্তা ত্রানের ডাল আটক করেছে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা। বিজিবি আটককৃত বস্তা গুলো ত্রাণের ডাল বলে স্বীকার করলেও রোহিঙ্গাদের প্রদত্ত নাকি স্থানীয় ব্যবসায়ীর ডাল তা নিশ্চিত করতে পারছেনা। বিজিবি বলছে চালকের কাছ থেকে পাওয়া কাগজপত্র উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে। তিনি যাছাই করে যে সিদ্ধান্ত দেবেন সেই ভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা নিয়ে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারমূখী একটি ট্টাককে সন্দেহজনক ভাবে তল্লাশী চালানো হলে বস্তার উপরে চাল লিখা থাকলেও ভিতরে ডাল পাওয়া যাওয়ার রহস্য উৎঘাঠন নিয়ে তাদের মনে সন্দেহজাগে। গাড়ীর চালক এসব মালামালের কাগজ বিজিবি’র নিকট হস্তান্তর করলে বিজিবি কোন সঠিক দিক নির্দেশনা দিতে পারেনি। বিধায়, কাগজটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামানের নিকট পাঠানো হয়েছে বলে বিজিবি জানান।কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমদের সাথে আলাপ করা হলে তিনি জানান, ত্রাণের ডাল নিশ্চিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও দ্বিধাদন্দে ভোগছেন। তিনি বলেন, হয়তো এসব ডাল ব্যবসায়ীরা চট্টগ্রাম শহরে চালান ও করতে পারে। এমনও হতে পারে, এসব ডাল তারা রোহিঙ্গাদের কাজ থেকে ক্রয় করে নিয়েছেন। যদি তা হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান জানান, তিনিও সন্দেহ করছেন এ গুলো ত্রাণের ডাল। যেহেতু হাটবাজারে বেপরোয়া ভাবে ত্রাণের বিভিন্ন ধরনের মালামাল। তিনি বলেন, বিজিবি’র পাঠানো কাগজ যাছাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...