
স্টাফ রির্পোটার::
উখিয়ার রুমখাঁ পশ্চিম বড় বিল গ্রামের আলহাজ্জ সিরাজুল ইসলাম নামক এক সৌদি প্রবাসী পরিবারের জমি জবর দখলে মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষ গং। চেয়ারম্যান ও স্থানীয় শালিসের রায়কে অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক জমিতে চাষাবাদ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশাংকা সহ উত্তেজনা বিরাজ করছে। আসহায় প্রবাসীর পরিবার পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম বড়বিল গ্রামের মৃৃত বাচা মিয়ার পুত্র সৌদি প্রবাসী সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শাহিন আরা বেগম পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে জমি ভোগ দখল করে আসতেছে। এ ছাড়াও অপরাপর সহোদর ভাই সৌদি প্রবাসী মোস্তাক আহমদ প্রকাশ মুছা ও জসিম উদ্দিন এবং গিয়াস উদ্দিন গং একই জমির মালিক হয়। যার সৃজিত বিএস খতিয়ান নং ২৩৭৪ বিএস দাগ নং ১৫০,১০৪ ও ২৬২ জমির পরিমান ৩৭ শতক ১৩ এবং সৃজিত বিএস খতিয়ান নং ২৫১৪ বিএস দাগ নং ১৪৯,১৫০ ও ৯৯৩ জমির পরিমান ১৯ শতক ৯ ।
এলাকা বাসী জানান, অধিকাংশ ভাই জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে প্রবাস জীবন অতিবাহিত করার সুযোগ নিয়ে স্থানীয় একটি ভূমি দৃশ্য গ্রুপ উক্ত জমি জবর দখল করতে মরিয়া হয়ে উঠে। সৌদি পরিবারের সদস্য গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, একই এলাকার ফজলুল হক প্রকাশ ফজুর ছেলে হেলাল, রিয়াজ, আলা উদ্দ্নি হিরু ও ফারুক সন্ত্রাসী ষ্টাইলে মহড়া দিয়ে ধারালো কিরিচ, দা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের পরিবারের ভোগ দখলীয় জমি কয়েক দফা দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। উক্ত বিষয়ে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ আলম, স্থানীয় মেম্বার সহ গন্যমান্য ব্যক্তি বর্গকে অবহিত করা হয়।স্থানীয় শালিসী বৈঠকে প্রতিপক্ষ ফজু ও তার ছেলে হেলাল গংকে জমিতে অনধিকার প্রবেশ না করার জন্য বারন করা হয়। খোজ খবর নিয়ে জানা যায়, ফজু ও তার ছেলেদের নামে যে বিএস খতিয়ান ছিল তা ভূয়া ও অশুদ্ধ । সহকারী কমিশনার ভূমি আপিল অভিযোগের ভিত্তিতে শোনানী শেষে উক্ত বিএস খতিয়ান বাতিল করে দেয়।
প্রবাসী সিরাজ ও জসিম জানান আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফজুর ছেলেরা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে গত কয়েক দিন ধরে পূনবায় জমি জবর দখল করে চাষাবাদের অপচেষ্টা করতেছে।শুধু তাই নয় সন্ত্রাসী বাহিনী নিয়ে পথে ঘাটে প্রাণ নাশের চেষ্টা ও হামলাও করেছে। এমন কি সৌদি পরিবারের ছেলে সন্তান ও স্ত্রীদেরকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। উক্ত ঘটনায় গত ২ ফেব্রুয়ারী উখিয়া থানায় সাধারন ডায়েরী লিপিবদ্ব করা হয়।
এ দিকে জমির দখলের চেষ্টার ঘটনা ও সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য গত ১৩ ফেব্রুয়ারী সৌদি প্রবাসী সিরাজুুল ইসলামরে স্ত্রী শাহিন আরা বেগম বাদী হয়ে উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছে বলে জানা গেছে। এতে ফজুর ছেলে হেলাল, রিয়াজ ও মা সুফিয়া খাতুনকে বিবাদী করা হয়।
পাঠকের মতামত