প্রকাশিত: ২৬/০৪/২০১৭ ৮:২১ এএম

এম বশর চৌধুরী :
কক্সবাজারের উখিয়ার মোহাম্মদ শফির বিল গ্রামে গানের অনুষ্টানে যাওয়ার পথে স্বামী ও সহপার্টিদের মারধর করে চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী রূপসী জন্নাত পিরু (২১) কে অপহরন করেছে দূর্বত্তরা।

২৪ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ শফির বিল এলাকা থেকে তাকে অপহরন করে। সে কক্সবাজারের পেকুয়া থানাধীন সরকারী ঘোনা গ্রামের আমির হোসেনের স্ত্রী। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির আই.সি ষ্ট্যালিন বড়ুয়া ঘটনাস্থলে এসে স্থানীয় জনগনের সহায়তায় সাড়াশি অভিযান শুরু করে ৮ ঘন্টা পর ইনানীর গভীর বনাঞ্চল থেকে অপহ্নত শিল্পীকে উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় অপহ্নত শিল্পী রূপসী জন্নাত পিরু (২১) বাদী হয়ে চিহ্নিত র্দূবৃত্ত মোহাম্মদ শফির বিল গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দু সালাম (৩৬), মৃত আবু বক্করের ছেলে মোঃ জসিম (২৮) ও মৃত নুর আহম্মদের ছেলে মোঃ জমির (৩৩) সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় অপহরন মামলা দায়ের করে।

অভিযোগে প্রকাশ, চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানের শিল্পী রূপসী জন্নাত পিরু (২১) তার স্বামী আমির হোসেন (২৫) ও সহপার্টি মর্জিনা আক্তার (২৬) মোঃ শহীদুল ইসলাম (২৮) নুরুল ইসলাম (৪১) দের নিয়া দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক ও বিবাহ অনুষ্টানে গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মোহাম্মদ শফির বিল গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে আব্দু সালাম (৩৬) তার ছেলের খৎনা অনুষ্টানে গান পরিবেশন করার জন্য বিশ হাজার টাকায় শিল্পী ভাড়া করে। শিল্লীরা অনুষ্টানে আসার পথে উক্ত আব্দু সালাম সহ তার সহযোগীরা শিল্পীকে অপহরন করে।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি ষ্ট্যালিন বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনগনের সহায়তায় তাৎক্ষনিক পুলিশী অভিযান পরিচালনা না করলে র্দূবৃত্তরা শিল্পী রূপসী জন্নাত পিরু (২১) এর ইজ্জত নষ্ট সহ বড় ধরনের অঘটন ঘটনানো আশংকা ছিল। উখিয়া থানার অফিসার ইনচার্জ জানান, চিহ্নিত র্র্দূবৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...