উখিয়া নিউজ ডটকম:::
কক্সবাজারের উখিয়ার সিএন্ডবি পুরাতন অফিস এলাকা থেকে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত ১০ দিকে রোহিঙ্গারা ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে উখিয়ার সিএন্ডবি পুরাতন অফিস এলাকায় অভিযান চালিয়ে এক ডাকাত গ্রেপ্তার করে।
র্যাব-৭ কক্সবাজারের কম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন উখিয়া নিউজ ডটকমকে জানান, র্যাব সদস্যদের অভিযানে আটক রোহিঙ্গা ডাকাত হচ্ছে মোঃ রশিদুল্লা (২৭) পিতা-মোঃ শফি, সাং-চিংঢং,থানা-বুচিঢং, জেলা-আকিয়াব, দেশ-মায়ানমারকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে আসামিদের নিকট থেকে দেশীয় তৈরি ২ টি ওয়ান শুটারগান, ৫ টি ১২ বোর কার্তুজ, ০২ টি দেশীয় তৈরী কিরিচ উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে লেদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।বিভিন্ন সময়ে তারা উক্ত এলাকায় ডাকাতি করে এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়।উদ্ধারকৃত অস্ত্র-শস্ত্রসহ ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।